একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
পারিবারিক অভাব অনটনের কারনে খুব বেশি লেখাপড়া করতে পারেনি টেকনাফ উপজেলার ফরিদ আহমেদ এর ছেলে খুরশিদ আলম (২২)। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেও কোথায় জোটেনি চাকরি। তাই অবশেষে ইয়াবা পাচার করাকেই পেশা হিসেবে নিয়েছে সে।
মঙ্গলবার (১৮ জুলাই) টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশের সময় খুরশিদকে সাড়ে তিন হাজার ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখার পরিচালক শওকত ইসলাম পাঠক ডট নিউজকে বলেন,খুরশিদ ৩/৫হাজার টাকার বিনিময়ে টেকনাফ থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দেয়া।তার বিরুদ্ধে কতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment