একুশে মিডিয়া স্পোর্টস রিপোর্ট:
রেকর্ড অর্থে রিয়াল থেকে জুভে’তে রোনালদো! রোনালদোর বেতন হতে চলেছে আকাশছোঁয়া। বিস্ময় উদ্রেক করার মতোই রোনালদোর বেতন। প্রতি ঘণ্টায় বেতন কত বাংলাদেশী টাকায় ৫ লাখেরও বেশি!
বিশ্বকাপের খবর একেবারেই ফিকে করে দিয়েছেন তিনি। বিশ্বকাপ থেকে তাঁর দেশ ছিটকে গিয়েছে। তা সত্ত্বেও ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসের খবর শুরু হতেই বিশ্বফুটবলে ট্রেন্ডিং তিনি। প্রায় ১০০ মিলিয়ন ইউরো-র ট্রান্সফারে রিয়াল থেকে জুভেন্টাস এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাংলাদেশী মুদ্রায় প্রায় হাজার কোটি টাকা। বিশ্বফুটবলের অন্যতম সেরা ট্রান্সফার ঘটিয়েই মাদ্রিদ থেকে তুরিনে পা রাখছেন সি সেভেন।
কিন্তু তাঁর বেতন কত টাকা হবে? ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, বার্ষিক রোনারদোকে জুভেন্টাসে দেওয়া হবে ২৬.৬ মিলিয়ন ইউরো। সাপ্তাহিক বেতন ৫ লক্ষ ইউরো। ভারতীয় মুদ্রায় হিসেব করলে রোনাল্ডোর বেতন হতে চলেছে বার্ষিক প্রায় আড়াই শত কোটি টাকা। সপ্তাহে যাঁর পরিমাণ ৪ কোটি টাকারও বেশি। ঘণ্টা ধরে হিসেবে ৫ লাখ টাকারও বেশি।
বর্তমানে ফুটবল বিশ্বে সব থেকে বেশি বেতন পেয়ে থাকেন লিওনেল মেসি (বার্ষিক ৪০.৫ মিলিয়ন ইউরো)। দ্বিতীয় স্থানে নেমার (বার্ষিক ৩১.৭ মিলিয়ন ইউরো)। এরপরেই তৃতীয় স্থানে স্বয়ং রোনালদো। জানুয়ারিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়ার পরে চিলির তারকা ফুটবলার অ্যালেক্সিস স্যাঞ্চেসের বার্ষিক বেতন দাঁড়িয়েছিল ২৩.৪ মিলিয়ন ইউরো।
তবে জুভেন্টাসে গিয়ে স্যাঞ্চেসের বেতনকে ছাপিয়ে গেলেন তিনি। এরপরে সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের তালিকায় অনেকেই রয়েছেন চীনে সুপার লিগে খেলা তারকারা— অস্কার (২১.১ মিলিয়ন ইউরো/বার্ষিক), এজেকুয়েল লাভেজ্জি (২০.৩ মিলিয়ন ইউরো/বার্ষিক), মেসুট ওজিল (১৮.২ মিলিয়ন ইউরো/বার্ষিক), হাল্ক (১৭.৬ মিলিয়ন ইউরো/বার্ষিক), কিলিয়ান এমবাপে (১৫.৯ মিলিয়ন ইউরো/বার্ষিক) এবং পল পোগবা (১৫.৪ মিলিয়ন মিলিয়ন ইউরো/বার্ষিক)। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment