একুশে মিডিয়া, বিশ্বকাপ রিপোর্ট:
রাশিয়া বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা। ফিফার ঘোষিত দলে জায়গা পাননি বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী ইংল্যান্ডের হ্যারি কেন এবং গোল্ডেন গ্লাভসজয়ী বেলজিয়ামের গোলরক্ষক থিওবাও কুর্তোয়া। ফিফার সেরা একাদশে চমকপ্রদভাবে নেই দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।
এবার দেখে নিন বিশ্বকাপে ফিফার সেরা একাদশ।
- হুগো লরিস, ফ্রান্সের গোলরক্ষক।
- কাইরান ট্রিপিয়ার, ইংল্যান্ডের রাইটব্যাক।
- রাফায়েল ভারানে, ফ্রান্সেরসেন্ট্রাল ডিফেন্ডার।
- ডেজান লভরেন, ক্রোয়েশিয়ার সেন্ট্রাল ডিফেন্ডার।
- অ্যাশলে ইয়ং, ইংল্যান্ডের লেফটব্যাক।
- পাউলিনহো, ব্রাজিলের সেন্ট্রাল মিডফিল্ডার।
- লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়া সেন্ট্রাল মিডফিল্ডার।
- এডেন হ্যাজার্ড, বেলজিয়ামের রাইট হাফ।
- অ্যান্তোনিও গ্রিজম্যান, ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার।
- নেইমার, ব্রাজিলের লেফট হাফ।
- কিলিয়ান এমবাপ্পে, ফ্রাান্সের স্ট্রাইকার।
একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment