একুশে মিডিয়া, আন্তর্জাতিক ১৮ জুলাই ২০১৮ ইং এএম রিপোর্ট:
দক্ষিণ কোরিয়ায় দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর পাঁচজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্ব এলাকায় একটি নৌঘাঁটিতে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর স্ট্রেইট টাইমসের।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বন্দর নগরী পোহাং-র নৌঘাঁটিতে হেলিকপ্টারটি মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নের সময় সেটিতে আগুন ধরে যায় এবং বিধ্বস্ত হয়।
এসময় হেলিকপ্টারে থাকা ছয় ক্রু’র মধ্যে পাঁচজনই প্রাণ হারান। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়েছে। তারা জানিয়েছে, ঘটনা তদন্ত করা হবে।
বার্তা সংস্থা ইয়নহপ জানিয়েছে, এমইউএইচ-১ মডেলের হেলিকপ্টারটি দক্ষিণ কোরিয়াতেই তৈরি। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment