বিশেষ পুরস্কার পেলেন উপ পুলিশ কমিশনার-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 July 2018

বিশেষ পুরস্কার পেলেন উপ পুলিশ কমিশনার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, সাতক্ষীরা রিপোর্ট:

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামের স্বর্গীয় দিলীপ মুখার্জীর ছেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কশিনার (অর্থ) শ্যামল মুখার্জী এবার বিশেষ পুরস্কার পেয়েছেন। ঢাকা মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের জুন ২০১৮ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি’র কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
উল্লেখ্য, শ্যামল মুখার্জী ২০১৫ সালের ১৫ জানুয়ারি ঢাকা জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে মনোনীত হন। এরপর ওই বছরের ২১ জুন নাটোরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। সেখানে দায়িত্বরত থাকাকালীন সময়ে ২০১৫ সালের ২৩ অক্টোবর সাহসিকতা ও বুদ্ধিমত্তা দিয়ে নাটোরের গুরুদাসপুরের সম্প্রদায়িক সহিংসতা রুখে দেওয়ার জন্য ২০১৬ সালে প্রথমবারের মত আইজিপি ব্যাজ পেয়েছিলেন।
২০১৭ সালের ২৫ জানুয়ারি সরকারি অর্থ ব্যয়ে সাশ্রয়ী, নাটোর জেলা ও ডিএমপিতে উল্লেখযোগ্য পরিমাণ অডিট আপত্তি নিষ্পত্তি করার জন্য টানা দ্বিতীয় বার আইজিপি ব্যাজ পান। এরপর ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ২০১৮ সালের ১০ জানুয়ারি টানা তৃতীয় বারের মত আইজিপি ব্যাজ পান শ্যামল মুখার্জী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অর্থ) শ্যামল মুখার্জী বিষয়গুলো নিশ্চিত করেছেন। একুশে মিডিয়া

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages