বোবা প্রেমের গল্প ‘নিঝুম দুপর’-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

বোবা প্রেমের গল্প ‘নিঝুম দুপর’-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
মেয়েটা বাক প্রতিবন্ধী। অথচ তার প্রেমে পড়ে গেছেন তাদের বাসার ভাড়াটিয়া এক বেকার যুবক। মেয়েটার বাবার শত আপত্তিতেও ঘর ছেড়েছেন দুজনে, নিজেদের একটা ঘর গড়ার প্রত্যয়ে।
এমন আবেগী গল্পে সাজানো হয়েছে ‘নিঝুম দুপুর’ গানের ভিডিও। এতে বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন যাহারা মিতু। আর তার প্রেমিক হয়েছেন মুশফিক খান আলিফ।
ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর সেহজাদ। ১৯ জুলাই রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এই মিউজিক ভিডিও।
গানটির কণ্ঠশিল্পী আরিয়ান মির্জা। মেহেদী হাসান লিমনের কথায় গানটিতে সুর দিয়েছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন জেডএইচ বাবু।
গান-ভিডিও প্রসঙ্গে সুরকার নাজির মাহমুদ বলেন, ‘আরিয়ান গাইতে জানে। সামনে আরও ভালো গাইবে বলে আশা করি। আমি আমার পুরোটা দেওয়ার চেষ্টা করেছি এই গানে।’
তিনি আরও বলেন, ‘আর ভিডিওটা ভালো হয়েছে। একটা গল্প আছে। আশা করছি সবার ভালোই লাগবে। গানের ভিডিওতে সুন্দর একটি গল্প তুলে ধরা হয়েছে। গল্পটিতে আবেগ আছে। সবার ভীষণ ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages