কোটা আন্দোলনের নেতা সুহেলকে গ্রেপ্তার দেখালো পুলিশ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 July 2018

কোটা আন্দোলনের নেতা সুহেলকে গ্রেপ্তার দেখালো পুলিশ-একুশে মিডিয়া

একুশে মিডিয়া রিপোর্ট:
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান আরটিভি অনলাইনকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভোর চারটার দিকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তারের বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। 
ঢাকার শান্তিনগরের ওই বাসায় পরিবার নিয়ে থাকেন লাকী। তিনি আরটিভি অনলাইনকে জানান, সুহেল ডিপার্টমেন্টের ছোট ভাই। গতকাল রাতে খেলা দেখতে এসেছিল।  ভোর চারটার দিকে পুলিশ এসে বাসায় তল্লাশি চালিয়ে সুহেলকে ধরে নিয়ে যায়। 
লাকি বলেন, তারা ১০ জনের মতো ছিল। ঘরে ঢুকেই পুরো বাসায় তল্লাশি চালান। এ সময় আমাদের মুঠোফোনগুলো জব্দ করেন। সেগুলো ঘেঁটে দেখেন। ল্যাপটপগুলোও ঘেঁটে দেখেন। তারপর দেড় ঘণ্টা ধরে আলাদা রুমে হাতকড়া পরিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সুহেলকে নিয়ে চলে যান। এ সময় সুহেলকে কেন নিয়ে যাচ্ছেন—জানতে চাইলে তাঁরা জানান, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছেন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুহেলের ওপর গত ২৩ মে বিকেলে বাংলাবাজার এলাকায় হামলা করা হয়েছিল। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages