রাশিয়া বিশ্বকাপ ফাইনালে যা প্রথম ঘটল!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 July 2018

রাশিয়া বিশ্বকাপ ফাইনালে যা প্রথম ঘটল!-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, রাশিয়া বিশ্বকাপ ১৬ জুলাই, ২০১৮ ২৪:৪২:১৩ রিপোর্ট:
 রাশিয়া বিশ্বকাপের ফ্রান্স-ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনালের উত্তেজনাকর মুহূর্তে হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। প্রথমার্ধের বিরতির পর ফের খেলা শুরু হলে ফ্রান্সের এমবাপ্পে যখন গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণে যান, ঠিক তখন ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড়রা দেজান লবরেন ডিবক্সের মধ্যে হাত দিয়ে এমবাপ্পেকে টেনে ধরেছিল। যে কারণে গোলের লক্ষ্যে ছুটা এমবাপ্পে মাঠে পড়ে যান।
আর সেই মুহূর্তে নিরাপত্তা চাদর ভেঙে ঢুকে পড়েন এক সমর্থক। মাঠে ঢুকেই দেজান লভরেনের হাত ধরে টানা হেচরা শুরু করেন সেই দর্শক। তিনি ছাড়াও একই সঙ্গে একজন মহিলা দর্শক মাঠে ঢুকে পড়েন। এই নারী দর্শক গিয়ে ফ্রান্সের তারকা ফুটবলার এম বাপ্পের সঙ্গে হাত মেলান।
ভক্তদের এমন আচরণে চমকে উঠেন ফাইনাল ম্যাচ দেখতে লুঝনিকিতে আগত দর্শকরা। যে কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে। এরপর নিরাপত্তাকর্মীরা এই দুইজন অনুপ্রবেশকারীকে মাঠ থেকে বের করে দেন।
আন্তর্জাতিক ক্রিকেট এমনকি ফুটবলে অতীতেও একাধিবার এমন ঘটনা ঘটেছে। তবে ফাইনালে বোধ হয় এই প্রথম। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages