চট্টগ্রামের বাঁশখালী থেকে ছৈয়দুল আলমের
রিপোর্ট:
চট্টগ্রামের বাঁশখালী
উপজেলায় এই
প্রথম বারের
মত নারী
নির্বাহী অফিসার
যোগদান করেছেন,
মোমেনা আক্তার।
তিনি আজ
মঙ্গলবার (১০ জুলাই) সন্ধ্যায় বাঁশখালী
উপজেলা নির্বাহী
কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে
যোগদান করেছেন।
বুধবার
(১১ জুলাই)
৩৩ তম
উপজেলা নির্বাহী
অফিসার হিসাবে
তিনি কার্যক্রম
শুরু করবেন।
সূত্র
জানাযায়, মোমেনা
আক্তার এর
পূর্ব চট্টগ্রাম
বিভাগীয় কমিশনারের
কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্ব
পালন করেন।
সেখানে
থেকে বাদলী
হয়ে বাঁশখালী
উপজেলায় প্রথমবারের
মত নারী
নির্বাহী অফিসার
হিসাবে যোগ
দেন। সে
৩০ তম
বিসিএস, ঢাকা
বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস পাশ করেন।
ব্যক্তিগত জীবনের তিনি অবিবাহিত বলে
জানান। তার
গ্রামের বাড়ী
কমিল্লা জেলার
চান্দিনা থানায়
তিনি দায়িত্ব
পালনে সকলে
সহযোগীতা কামনা
করেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment