একুশে মিডিয়া ডেস্ক:
পাবনার চাটমোহরে মূলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা রাণী কুন্ডু রোববার (৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের পঞ্চম শ্রেণীর ৯ জন সহ অন্তত ২০ জন ছাত্র ও দপ্তরি শফিকুল ইসলামকে দিয়ে স্কুলের মাটি কাটানোর কাজ করিয়েছেন। পাঠদান বন্ধ রেখে ভর দুপুরে কোমলমতি ছাত্রদের দিয়ে মাটি কাটানোর মত কায়িক পরিশ্রম করানোয় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও অভিভাবকেরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি নদী সংলগ্ন হওয়ায় নদী পারের বেশ কিছু অংশ নদীতে ধ্বসে গেছে এবং ওয়াশ রুমের ট্যাংকির চারপাশের মাটি সড়ে যাওয়ায় প্রায় ২০ জন ছাত্র ও দপ্তরিকে বিদ্যালয়ের অপরপাশ থেকে মাটি কেটে এ ধ্বসে যাওয়া অংশ ভরাট করতে এবং ট্যাংকির পাশে ফেলার নির্দেশ দেন প্রধান শিক্ষিকা। ছাত্ররা মাটি কাটার সময় বিষয়টি সাংবাদিকরা অবগত হলে প্রধান শিক্ষক সুমা রাণী কুন্ডু দ্রুত ছাত্রদের মাটি কাটা বন্ধ করে ক্লাসে ফিরিয়ে নেন।
এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা রাণী কুন্ডু জানান, ধ্বসে যাওয়া অংশে মাটি ভরাট করার কাজে আমি কয়েকজন ছাত্র ও দপ্তরির সহায়তা চাইলে তারা এ কাজে সহায়তা করেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম জানান, শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের মাটি কাটানো বা বহন করানো কখনোই কাম্য নয়। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, ছাত্রদের দিয়ে বিদ্যালয়ে কায়িক পরিশ্রম করানো বিধি সম্মত নয়। এমন ঘটনা ঘটে থাকলে এ ব্যাপারে বিধি সম্মত ব্যবস্থা নেওয়া হবে। একুশে মিডিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, ছাত্রদের দিয়ে বিদ্যালয়ে কায়িক পরিশ্রম করানো বিধি সম্মত নয়। এমন ঘটনা ঘটে থাকলে এ ব্যাপারে বিধি সম্মত ব্যবস্থা নেওয়া হবে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment