একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
বন্ধু দিবসকে সামনে রেখে নতুন পোশাক ছাড়াও ক্রেতা আগ্রহ বাড়াতে ক্যাটস আই দিচ্ছে বিশেষ মূল্যছাড়। পাশাপাশি একটি পণ্য ক্রয়ের পরবর্তি পণ্যে দিচ্ছে ২০ ভাগ ছাড়।
এছাড়াও ক্যাটস আই আয়োজন করেছে ফেসবুক প্রতিযোগীতারও। ক্যাটস আইয়ের ফেসবুক পেইজে বন্ধুদের গ্রুপ ছবি প্রকাশ করে সেরা তিন বিজয়ী বন্ধুদের জন্য মিলবে দলবলে ডিনার এবং সারপ্রাইজ উপহার পাবার সুযোগ।
প্রিয় বন্ধুদের নিয়ে পছন্দের মূহুর্তের ছবি ক্যাটস আই পেইজে জমা দেবার শেষ সময় ৩ আগস্ট।
নতুন সব পোশাক, মূল্যছাড় এবং বন্ধু দিবসের প্রতিযোগীতার খোঁজখবর জানা যাবে ক্যাটস আই এর ফেসবুক পেইজে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.catseye.com.bd এই ঠিকানায়। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment