একুশে মিডিয়া নিউজ ডেস্ক:
বাংলাদেশের মেয়েদের জয়রথ থামছেই না। দারুণ ছন্দে থাকা নারী ক্রিকেট দল আইসিসি টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে।
টস জিতে এদিন স্বাগতিকদের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সালমা। ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নেদারল্যান্ড। ১৮ ওভার ব্যাট করে মাত্র ৪২ রানেই গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পান সাকুল্যে দুইজন ব্যাটার। স্টেরে কালিসের ১৫ এবং ডেনিস হানেমার ১৪ রানের পর দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান ছিল মাত্র ৪! শূন্য রানে সাজঘরে ফেরেন ৬ জন ব্যাটার।
বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া পান্না ঘোষ দুটি এবং সালমা খাতুন ও নাহিদা আক্তার একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে কোনো বেগই পেতে হয়নি। মাত্র ৭.৫ ওভারেই বাংলাদেশ পায় জয়ের দেখা। দলীয় ২২ রানে ওপেনার আয়েশা রহমান ও ২৬ রানে আরেক ওপেনার শামিমা সুলতানা এবং ৩২ রানে নিগার সুলতানাকে হারালে জয় পেতে একটু বিলম্ব হয় কেবল। ফারজানা হক ও রুমানা আহমেদ মাঠ ছাড়েন দলকে জিতিয়েই। ৭৩ বল এবং সাত-সাতটি উইকেট হাতে রেখেই বাংলাদেশ পায় জয়ের দেখা। এতে পরাজয় বরণ করে নেয় স্বাগতিক নেদারল্যান্ড।
উল্লেখ্য, আইসিসি টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারায় বাঘিনীরা। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment