পদ হারাতে চলেছে এই নারী ক্রিকেটার!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 11 July 2018

পদ হারাতে চলেছে এই নারী ক্রিকেটার!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া:
মান সম্মান নিয়ে টানাটানি চলছে ভারতের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কউরের। জানা যাচ্ছে তার স্নাতকের ডিগ্রি নাকি ভুয়া। আর এর জেরে পাঞ্জাব পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের (ডিএসপি) পদ হারাতে চলেছেন তিনি, হয়ে যাবেন পুলিশ কনস্টেবল। এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে পাঞ্জাব সরকার।
পাঞ্জাব সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তার কথায় জানা গেছে, হরমনপ্রীত তাদের বলেছিলেন যে, তার কোচই তাকে মীরাটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেন। পরীক্ষার ক্ষেত্রে একটা স্বাধীনতা পেতেন হরমনপ্রীত। কিন্তু পাঞ্জাব সরকারের কাছে কোনও আভাসই ছিল না যে, দেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের স্নাতকের ডিগ্রি ভুয়া হতে পারে।
একজন ডিএসপিকে স্নাতক হতেই হবে। হরমনপ্রীতের জন্যও এই নিয়ম প্রযোজ্য। এর কোনও ত্রুটি হবে না। ফলে হরমনপ্রীতের পক্ষে এই পদে আর বহাল রাখা সম্ভব না।
গত বছর বিশ্বকাপে হরমনপ্রীতের দুরন্ত পারফরম্যান্সই তাকে ডিএসপির চাকরি পাইয়ে দেয়। স্বয়ং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং হরমনপ্রীতকে এই চাকরির প্রস্তাব দেন। স্পোর্টস কোটায় হরমনপ্রীতের কাছে পুলিশের চাকরি প্রস্তাব এসেছিল। কিন্তু সে সময় হরমনপ্রীত পশ্চিম রেলওয়ের অফিস সুপারিনটেনডেন্টের পদে বহাল ছিলেন বলে তার পক্ষে পাঞ্জাব পুলিশ যোগ দেওয়া সম্ভব ছিল না।
রেলের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি ছিল হরমনপ্রীত। তারপক্ষে চাকরি ছেড়ে বেরিয়ে আসা সম্ভব ছিল না। শেষে অমরিন্দরের হস্তক্ষেপে গত বছর ফেব্রুয়ারিতে হরমনপ্রীত ডিএসপি পদে বহাল হন। অবশেষে জালিয়াতির দায় সাম্মানিক পদ হারিয়ে এখন সাধারণ কনস্টেবল হতে চলেছেন তিনি। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages