‘বিসিসি নির্বাচনে লেভেল প্লেয়িং সৃষ্টি করা হয়েছে’-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 3 July 2018

‘বিসিসি নির্বাচনে লেভেল প্লেয়িং সৃষ্টি করা হয়েছে’-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেক্স:
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন সুষ্ঠু করার লক্ষে সার্বিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার (৩ জুলাই) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।
পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সকল ধরণের প্রচার-প্রচারণা বন্ধ করে লেভেল প্লেয়িং পরিবেশ সৃষ্টি করা হয়েছে। কোন প্রকার অভিযোগ পেলে সেই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
এ সময় তিনি বলেন, সকল দল, সকল প্রার্থীর অংশগ্রহণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বরিশালে ১০ টি কেন্দ্রে ইভিএম পদ্বতিতে ভোটগ্রহণ করার চিন্তাভাবনা করছে ইসি। পাশাপাশি ভোট কেন্দ্রে আলোচনা সাপেক্ষে সিসি ক্যামেরা বসানোর চিন্তা ভাবনাও রয়েছে বলে তিনি জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages