মাদক ও জঙ্গিবাদ বিরোধী জনসভাদেশ কোন পথে যাবে, প্রশ্ন তথ্যমন্ত্রীর-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 19 July 2018

মাদক ও জঙ্গিবাদ বিরোধী জনসভাদেশ কোন পথে যাবে, প্রশ্ন তথ্যমন্ত্রীর-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘এই মুহূর্তে দেশের রাজনীতির মূল প্রশ্ন হচ্ছে, দেশ কি খালেদা-তারেক-বিএনপি-জামাতের হাত ধরে পাকিস্তান-আফগানিস্তানের রক্তাক্ত রাজাকার-জঙ্গিবাদের পথে যাবে, না শেখ হাসিনার হাত ধরে শান্তি-উন্নয়ন ও বাংলাদেশের পথে এগিয়ে যাবে?’
‘এই মূল প্রশ্নকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই’ উল্লেখ করে মন্ত্রী বলেন, জঙ্গি ও জঙ্গি সঙ্গী খালেদা-তারেক-বিএনপি-জামাত-২০ দলের বিষয়ে সবার আগে মুখ খুলতে হবে। যারা এ প্রশ্নে মুখ না খুলে নির্বাচন, নিরপেক্ষ সরকার নিয়ে কথা বলছেন, তারা আসলে খালেদা-তারেক-জামাত ও জঙ্গি-যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাইছেন।’
বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর এক নম্বরে জাসদ আয়োজিত মাদক ও জঙ্গিবাদ বিরোধী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
‘মাদক কারবারিরা মানুষ, পরিবার, সমাজ ও দেশের শত্রু, তাই এদের ধ্বংস অনিবার্য’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আর এদের পৃষ্ঠপোষকেরাও একইভাবে মানুষ, দেশ, গণতন্ত্র ও রাজনীতির শত্রু। এদের রাজনীতির মাঠ থেকে বিদায় দিতে হবে, ক্ষমতার বাইরে রাখতে হবে।’
বিএনপির উদ্দেশ্যে জাসদ সভাপতি বলেন, ‘রাখ-ঢাক ছেড়ে আসল কথা বলুন, আপনারা কি চান? জনগণ জানে, আপনারা গণতন্ত্র-নির্বাচনের ধার ধারেন না। খালেদাসহ যুদ্ধাপরাধী-জঙ্গি-আগুন-সন্ত্রাসীদের আইনের হাত থেকে বাঁচানই আপনাদের উদ্দেশ্য। আর সেজন্যই নির্বাচন বানচাল-ভন্ডুলের উছিলা খোঁজেন। সেই উছিলাতেই নির্বাচনে আসার সাথে খালেদা জিয়ার মুক্তির অবাস্তব, অসাংবিধানিক শর্ত জুড়ে দিয়ে দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে বিএনপি’ বলেন তথ্যমন্ত্রী ইনু।
জাসদ নেতা হাজী আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক মিরিন আখতার এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার এবং প্রধান বক্তা হিসেবে জাসদ প্রেসিডিয়াম সদস্য নূরুল আখতার বক্তৃতা করেন। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages