উল্কি আঁকাতে গোপনাঙ্গ কেটে ফেললেন এই ব্যক্তি!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 25 July 2018

উল্কি আঁকাতে গোপনাঙ্গ কেটে ফেললেন এই ব্যক্তি!-একুশে মিডিয়া

ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, ভিন্ন দেশের ভিন্ন রিপোর্ট:
রঙিন এই পৃথিবীতে কত রকম আজব মানুষেরই না বসবাস। এরা বিভিন্ন সময় অবাক করার মতো কাণ্ড ঘটিয়ে বসেন। সেই রকমই একজন হলেন- রাশিয়ার কালিনিনগ্রাদের অ্যাডাম কার্লিকেল।
অ্যাডাম সারা শরীরে উল্কি করতে চান। আর সেই কারণে নিজের গোপনাঙ্গ অস্ত্রোপচার করে ফেলেন তিনি। কিন্তু, কেন এমন করলেন তিনি?‌
জানা গেছে, ৩২ বছর বয়সী অ্যাডাম জানতে পেরেছিলেন তিনি মারণ ব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত হয়েছিলেন।
এরইমধ্যে তার শরীরের প্রায় ৯০ শতাংশ অংশে উল্কি এঁকে ফেলে ছিলেন তিনি। কিন্তু, এরপরই তার মাথায় আসে পুরো শরীর জুড়ে উল্কি আঁকবেন তিনি।
এই ইচ্ছা পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় তার গোপনাঙ্গ। আর গোপনাঙ্গের জন্য যখন সেটি করা সম্ভব হচ্ছে না। ঠিক তখন তিনি সিদ্ধান্ত নিলেন গোপনাঙ্গ কেটে ফেলার। ঠিক করলেও তাই। এরপর পুরো শরীর জুড়ে উল্কি আঁকতে হবে। শেষমেশ অস্ত্রোপচার করিয়ে নিজের গোপনাঙ্গ এবং বুকের বৃন্তদু’‌টি বাদ দেয়ার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত অবশ্য ক্যানসারকে হার মানান তিনি।
জানা গেছে, মেক্সিকোতে গিয়ে অ্যাডাম কার্লিকেল নিজের অস্ত্রোপচার করান।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাডাম বলেন, ‘‌আমি জানি এ রকম আর কেউ করেনি। আমি সবার থেকে আলাদা। তবে জীবন অনেক ছোট, জানি না কাল কী হবে!‌ তাই এই সিদ্ধান্ত। একুশে মিডিয়া”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages