একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে খুলনা ও গাজীপুর মার্কা নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘সরকারের এই উদ্দেশ্য সফল হবে না। গণতন্ত্রের মাকে জেলে রেখে বাংলাদেশে কোনও নির্বাচন হতে দেয়া হবে না।
কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শুক্রবার বিকেল ৩টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আমান উল্লাহ আমান বলেন, ‘দেশের গণতন্ত্র ও গণতন্ত্রের মাকে বন্দী করেছে এই অবৈধ সরকার। মিথ্যা মামলায় তারেক রহমানকে সাজা দিয়েছে এই জালিম সরকার। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমাদের যা করার দরকার করতে হবে।’
তিনি বলেন, ‘সংসদে শেখ হাসিনা বলেছিলেন দেশে কোনও কোটা থাকবে না, কোটা সংস্কার করা হবে না সব কোটা বাতিল কিন্তু তিনি এখন বলছে কোটা থাকবে। এক মুখে দুই কথা তিনি একজন মিথ্যাবাদী প্রতারক।’
তিনি আরও বলেন, ‘হাসিনার এ অহংকার বেশি দিন থাকবে না। তার পতন হবে এবং বেগম খালেদা জিয়া এই দেশের প্রধানমন্ত্রী হবেন।’
বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমান বলেন, ‘আপনারা প্রস্তুত থাকেন। এই সৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। সরকারের পতন ঘটাতে আর একটা ধাক্কা দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রশ্ন রেখে বলেন, গণতন্ত্রের মা বেগম জিয়া কেন বন্দি করা হয়েছে। আপনারা কী তা জানেন? এসময় জনতা হ্যাঁ সূচক উচ্চারণ করলে তিনি বলেন, শেখ হাসিনা আবারও ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতি ও রক্তাক্ত বাংলাদেশ করতে চায় কিন্তু এবার সেই সুযোগ তাকে দেয়া হবে না।’
যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ভোট চোর, অর্থ চোর, ব্যাংক চোর, সব কিছুর চোরের সরকারের অধীনে দেশে আর কোনও নির্বাচন হতে দেয়া হবে না। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment