মাতামুহুরীর ভাঙন বিলীন হচ্ছে গ্রামীণ সড়ক-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 24 July 2018

মাতামুহুরীর ভাঙন বিলীন হচ্ছে গ্রামীণ সড়ক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বান্দরবন রিপোর্ট:
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীর অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে পৌরসভার কলিঙ্গাবিল-সাবেক বিলছড়ি সড়ক। সম্প্রতি প্রবল বর্ষণে মাতামুহুরী নদীর পানি বেড়ে গেলে স্রোতের টানে সড়কটি ধসে পড়ে। ভাঙন বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের বসতিগুলোর অধিবাসীরাও ভাঙন আতঙ্কে রয়েছেন বলে স’ানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। তারা দ্রুত নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। জানা যায়, স’ানীয় প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৬৫ লাখ টাকা ব্যয়ে চলতি অর্থ বছরে কলিঙ্গাবিল-লাইনঝিরি সড়কটি মেরামতের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান।
কাজ শেষ না হতেই গত তিন দিন আগে সড়কের কবরস’ান এলাকায় প্রায় ১শ ফুট ধসে যায়। এতে সড়ক যোগাযোগ ব্যবস’া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এখনিই ভাঙ্গন রোধে ব্যবস’া গ্রহণ করা না হলে চলতি বর্ষা মৌসুসেই রাজবাড়ি,লামারমূখ,ফকির পাড়া শিলেরতুয়া সড়কসহ অনেক গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। সম্প্রতি বছরে পৌরসভাধীন শিলেরতুয়া মার্মা পাড়ার শতাধিক পরিবারসহ পাড়াটি নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
সাবেক বিলছড়ির অধিবাসী মো. আলমগির হোসেন ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন জানান, ভাঙ্গনের কারণে সাবেক বিলছড়ি সড়কের পাশাপাশি গ্রামটিও বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। এ বিষয়ে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন,ভারী বর্ষণের কারণে নদীপাড় সংলগ্ন সড়ক ও স’াপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলী সরেজমিন ভাঙন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহণের আশ্বাস দিয়েছেন। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages