একুশে মিডিয়া পাবনা রিপোর্ট:
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামে আহাদ (৮) ও সামাদ (৮) নামের দুই জমজ সহোদর ভাই বৃহস্পতিবার ১২টার দিকে পানিতে ডুবে মারা গেছে। তারা ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
আহাদ ও সামাদ এর পরিবার জানান, বাবা, মা এর অজান্তে শিশু দুটি বাড়ীর পাশে পুকুর পাড়ে খেলতে যায় । অনেক সময় হওয়ার কারোনে তাদের খোজে নামে পরিবারের লোকজন । কিছুক্ষন পরে তাদের দুই জমজ ভাইয়ের রাশ পুকুরে ভাসতে দেখে তারা রাশ উদ্বার করে বলে জানান।
অন্য এক সূত্রে জানা যায়, ১২টার দিকে পানিতে লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করলেও ততক্ষণে তারা আর বেঁচে নেই আহাদ ও সামাদ। তাদের মৃত্যুতে নেমে আসে পরিবারে শোকের ছায়া।
মৃত্যুর খবর শুনে ঐ এলাকার শত শত মানুষ দেখতে ভির করছে ওই বাড়িতে এবং গ্রামে নেমে আশে শোকের ছায়া । একুশে মিডিয়া।
No comments:
Post a Comment