পাবনায় পানিতে ডুবে জমজ ২ সহোদরের মৃত্যু !-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 July 2018

পাবনায় পানিতে ডুবে জমজ ২ সহোদরের মৃত্যু !-একুশে মিডিয়া


একুশে মিডিয়া পাবনা রিপোর্ট:
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামে আহাদ (৮) ও সামাদ (৮) নামের  দুই জমজ সহোদর ভাই বৃহস্পতিবার ১২টার দিকে পানিতে ডুবে মারা গেছে। তারা ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
আহাদ ও সামাদ এর পরিবার জানান, বাবা, মা এর অজান্তে শিশু দুটি বাড়ীর পাশে পুকুর পাড়ে খেলতে  যায় । অনেক সময় হওয়ার কারোনে তাদের খোজে নামে পরিবারের লোকজন । কিছুক্ষন পরে তাদের দুই জমজ  ভাইয়ের রাশ পুকুরে ভাসতে দেখে তারা রাশ উদ্বার করে বলে জানান।
অন্য এক সূত্রে জানা যায়, ১২টার দিকে পানিতে লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করলেও ততক্ষণে তারা আর বেঁচে নেই  আহাদ ও সামাদ। তাদের মৃত্যুতে নেমে আসে পরিবারে শোকের ছায়া। 
মৃত্যুর খবর শুনে ঐ এলাকার শত শত মানুষ দেখতে ভির করছে ওই বাড়িতে এবং গ্রামে নেমে আশে শোকের ছায়া । একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages