বিশ্বকাপে নকআউট পর্বের সেরা একাদশ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 4 July 2018

বিশ্বকাপে নকআউট পর্বের সেরা একাদশ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেক্স:
চলছে রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা। টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে।
আগামী শুক্রবার (৬ জুলাই) থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা।
তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে খেলোয়ারদের পারফরমেন্স নিয়ে কাটাছেড়া। একইসঙ্গে নকআউট পর্ব শেষে পারফরম্যান্স বিবেচনা করে শেষ ষোলোর দলগুলো থেকে সেরা খেলোয়াড় বাছাই করে একটি একাদশ সাজানো হয়েছে।
ফুটবল ভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমের সাজানো ওই একাদশে জায়গা হয়নি বিশ্ব ফুটবলের সেরা দুই ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনলদো ও লিওনেল মেসির।
নকআউট পর্বের সেরা একাদশ:
ইগোর আকিনফিভ (গোলরক্ষক, রাশিয়া), মারিও ফিগুয়েরা ফার্নান্দেজ (রাইটব্যাক, রাশিয়া), ভিক্টর লিন্ডলফ (সেন্টারব্যাক, সুইডেন), ডিয়েগো গডিন (সেন্টারব্যাক, উরুগুয়ে), ডিয়েগো লাক্সাল্ট (ডিফেন্ডার লেফটব্যাক, উরুগুয়ে), পল পগবা (সেন্টার মিডফিল্ডার, ফ্রান্স), মারুয়ান ফেলাইনি (সেন্টার মিডফিল্ডার, বেলজিয়াম), তাকাশি ইনুই (সেন্টার মিডফিল্ডার, জাপান), এমবাপে (ফরোয়ার্ড, ফ্রান্স), কাভানি (ফরোয়ার্ড, উরুগুয়ে) ও নেইমার (ফরোয়ার্ড, ব্রাজিল)  সূত্র: বিডি২৪লাইভ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages