সাইফ কারিনা কে নিয়ে লন্ডনে ছুটি কাটিয়ে নিজ দেশে!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 28 July 2018

সাইফ কারিনা কে নিয়ে লন্ডনে ছুটি কাটিয়ে নিজ দেশে!-একুশে মিডিয়া

ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
সদ্য লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সাইফ আলি খান। সঙ্গে ছিলেন করিনা কপূর এবং ছোট্ট তৈমুর। তার পরই সাংবাদিকদের সামনে এক ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন সাইফ। তার দাবি, করিনা নাকি তাকে চুমু খাওয়া বন্ধ করে দিয়েছেন! শুধু করিনাই নন, এই তালিকায় রয়েছে তৈমুরও।
হঠাৎ কী এমন হল যে, এমন ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে শেয়ার করলেন সাইফ? তা হলে কি করিনার সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়েছে তার?
না! এর মধ্যে গসিপের কোনও উপকরণ নেই। করিনা এবং তৈমুরের চুমু না খাওয়ার কারণও প্রকাশ্যে বলেছেন সাইফ।
সাইফের কথায়, ‘আমি নভদীপের পরের ছবিতে এক নাগা সাধুর ভূমিকায় অভিনয় করছি। ফলে দাড়ি, গোঁফ বড় রাখছি। করিনা বলেছে ও এটা পছন্দ করে। কিন্তু নিজেও আমাকে চুমু খাচ্ছে না। আর তৈমুরকেও চুমু খেতে দিচ্ছে না।’ হাসতে হাসতে সাইফ জানিয়েছেন, তৈমুর হাতে চুমু খাচ্ছে। কিন্তু গালে চুমু খেতে বললেই নাকি এড়িয়ে গিয়ে সাইফের কপালে চুমু খাচ্ছে! একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages