একুশে মিডিয়া ডেস্ক:
জাপানে রেকর্ড বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ১শ’ ২২ জনে দাঁড়িয়েছে। কয়েকদিন ধরে ভারী বর্ষণে দেশটির বিভিন্ন এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। খবর এএফপি’র।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। বৃষ্টিতে প্লাবন দেখা দেওয়ায় বিভিন্ন স্থানে আটকেপড়া লোকজন উদ্ধারে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছে।
জাপানে গত তিন দশকের বেশি সময়ের মধ্যে বৃষ্টিপাতে এতো বেশি লোকের প্রাণহানির ঘটনা আর ঘটেনি। উদ্ভুত পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এ সপ্তাহের শেষের দিকে তার বিদেশ সফর বাতিল করেছেন।
আবহাওয়ার অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। উদ্ধারকর্মীরা এখন বন্যা ও ভূমিধসের এলাকাগুলোতে পৌঁছাতে শুরু করেছে।
বন্যাদুর্গত এলাকায় বাড়ির ছাদে ঠাই নেয়া কয়েকশ’ মানুষকে উদ্ধার করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা দুর্গত মানুষদের উদ্ধার তৎপরতায় পুলিশ, দমকল বাহিনী ও সৈন্যসহ প্রায় ৭০ হাজার লোক নিয়োজিত রয়েছে।
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে চলতি সপ্তাহে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment