রাজশাহীতে নৌকার জয়, বরিশালে জয়ের পথে, সিলেটে হাড্ডাহাড্ডি-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 30 July 2018

রাজশাহীতে নৌকার জয়, বরিশালে জয়ের পথে, সিলেটে হাড্ডাহাড্ডি-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, সিটি নির্বাচনী রিপোর্ট:
তিন সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশ শুরু হয়েছে। এরইমধ্যে  রাজশাহীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন দ্বিগুণ ভোট পেয়ে জয় লাভ করেছেন। বরিশালেও জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী  সেরনিয়াবাত সাদিক।  আর সিলেটে বদর উদ্দিন আহমেদ কামরান ও আরিফুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
বেসরকারি ফলাফলে রাজশাহী সিটি করপোরেশনে প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এই সিটির ১৩৮টি কেন্দ্রের মধ্যে সবকটির ফল পাওয়া গেছে। তাতে নৌকা প্রতীকে লিটন পেয়েছেন ১  লাখ ৬৬ হাজার ৩৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ৪৯২ ভোট পেয়েছেন।
আর বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাদিক ৫১টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ৭৭ হাজার ৭৫১। আর বিএনপির প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ১০ হাজার ৬৭৩ ভোট। বরিশালে মোট ভোটকেন্দ্র ১২৩টি। এই সিটিতে বিএনপির প্রার্থী ভোটগ্রহণ শুরু হওয়ার ৪ ঘণ্টা পর ভোট বর্জন করেন।
অন্যদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিলেটে বদর উদ্দিন আহমেদ কামরান ও আরিফুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সর্বশেষ পাওয়া ফলাফলে জানা গেছে। ১০৫টি কেন্দ্রের মধ্যে কামরান পেয়েছেন ৭০ হাজার আটশ’ ৯৪ ভোট। আরিফুল হক পেয়েছেন ৬৯ হাজার ছয়শ ৭৩ ভোট।
অনানুষ্ঠানিক উৎস থেকে পাওয়া ভোটের আইনগত কোনো ভিত্তি নেই।  রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলই চূড়ান্ত। তবে বিভিন্ন উৎস থেকে পাওয়া ফলাফলের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে পার্থক্য হয় না। কখনো কখনো প্রাপ্ত ভোটের সামান্য হেরফের হয়, যদিও তা জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখে না। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages