একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে লন্ডন পরিবহনের এক সুপার ভাইজারকে ৪১ হাজার ৩৯০ পিছ ইয়াবাসহ আটক করেছে র্যাব। আটককৃত সুপার ভাইজারের নাম মো: কাজল (১৯)।
আজ শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ০৬ লক্ষ ৯৫ হাজার টাকা বলে র্যাব জানায়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান পাঠক ডট নিউজকে বলেন,মহানগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন পুলিশ বক্সের দক্ষিন পার্শ্বে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে।
এ সময় কক্সবাজার হতে চট্টগ্রামগামী লন্ডন এক্সপ্রেস নামীয় ১টি যাত্রীবাহী বাস থামানোর জন্য সংকেত দিলে বাসের চালক বাসটি চেকপোস্টস্থ রাস্তার পার্শ্বে থামায়।
এসময় র্যাব সদস্যারা বাসটি তল্লাশী শুরুকরলে একজন ব্যাক্তি সুকৌশলে বাস হতে নেমে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ হামিদুল ইসলাম কাজল (২১) ধরে ফেলে। আটক আসামী বাসটির সুপার ভাইজার বলে জানায়। মূলত বাসের সুপার ভাইজার এর আড়ালে ইয়াবা পাচার করতো কাজল। আটককৃত আসামীকে বাকরিয়া থানায় হস্তান্তর এর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment