সেতুমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার বৈঠক-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 26 July 2018

সেতুমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার বৈঠক-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও তৃণমূল বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ওবায়দুল কাদেরের অফিসে এই দুই নেতার আলাদা বৈঠক হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহম্মদ আবু নাসের আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। 
তিনি জানান, বেলা সাড়ে তিনটার দিকে কাদের সিদ্দিকী সচিবালয়ে যান। সেখানে তিনি ৩০ মিনিটের মতো ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন।
এরপর বিকেল চারটার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেক মন্ত্রী ও নতুন রাজনৈতিক জোট, বিএনএর সভাপতি নাজমুল হুদা।
তবে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
এর আগে গেলো মঙ্গলবার সকালে পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে গিয়ে পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে বৈঠক করেন  ওবায়দুল কাদের। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কোটা আন্দোলন ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে শাহ আলম সাংবাদিকদের জানান। তবে ওবায়দুল কাদের বলেছেন, সিপিবি অফিসে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাত হয়েছে।   একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages