সিরাজগঞ্জের সলঙ্গায় পায়ু পথে ইয়াবা বহন করার সময় ৮৫৫ পিচ ইয়াবাসহ মো. আব্দুল হক (৩০) নামের এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। সোমবার (২৩ জুলাই) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য ‘একুশে মিডিয়া’কে নিশ্চিত করেছেন অতিঃ পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান। আটক আব্দুল হক বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির মৃত আব্দুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান ‘একুশে মিডিয়া’কে জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বান্দরবন জেলা থেকে অভিনব কায়দায় পায়ুপথে ইয়াবা বহন করে বিভিন্ন এলাকায় পাচার করছিল আব্দুল হক। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment