ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, রাশিয়া বিশ্বকাপ ১৭ জুলাই ২০১৮ ইং রিপোর্ট:
আবার চার বছরের অপেক্ষা৷ শেষ হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ। নিজের দল ও প্রিয় তারকাদের ছবিতে এতোদিন ভরা ছিলো ভক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলগুলো। এছাড়া ভালোই চলছিলো অন্য দলের সমালোচনা। নিজের দলের হয়ে বোঝাপড়া। বাহারি রংয়ের পতাকা আর জার্সিতে... এখন সবই শেষ!
রং আর রেকর্ডে ভরপুর এবারের বিশ্বকাপ। চলুন একটাবার চোখ বুলিয়ে নেই উল্লেখযোগ্য সব ঘটনায়:
স্পেনের বিদায়
স্পেন এবারের বিশ্বকাপে বিশ্বকে কাঁপিয়ে দিতে এসেছিল৷ কিন্তু নিজেদের ম্যাচ শুরুর প্রায় আগমুহূর্তে সুখের সংসার তছনছ হয়ে গেল৷ লোপেটেগুইর সঙ্গে স্পেনের চুক্তি ছিল ২০২২ পর্যন্ত৷ কিন্তু নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগমুহূর্তে ছাঁটাই করে কোচকে! ভারপ্রাপ্ত কোচ হিয়েরো দলের ভার বয়ে নিতে পারেননি৷ স্পেন বাদ পড়েছে দ্বিতীয় রাউন্ডে৷
আর্জেন্টিনা শিবিরে বিদ্রোহ
বিশ্বকাপে খেলতে নামার আগে কোচ হারানো বিরল ঘটনা৷ আরও বিরল ঘটনার জন্ম দিতে চলেছিল আর্জেন্টিনা৷ নাটকীয়ভাবে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা নাইজেরিয়া ম্যাচে এর কিছু নজির দেখাও যাচ্ছিল৷ কোচ সাম্পাওলি নাকি আগুয়েরোকে নামানো হবে কিনা, এই সিদ্ধান্তও এক সময় মেসির কাছে চেয়েছেন!
মেসির পায়ে ‘তাবিজ’
গর্বিত, তৃপ্ত ভঙ্গিতে মিক্সড জোন দিয়ে হেঁটে যাচ্ছিলেন মেসি৷ এক আর্জেন্টাইন সাংবাদিকের ডাকে ঘুরে দাঁড়ালেন৷ সাংবাদিক আর্জেন্টাইন স্প্যানিশ ভাষায় কী যেন জানতে চাইলেন৷ মেসি তাঁর পায়ের মোজা তুলে দেখালেন৷ লাল রঙের কিছু একটা! সাংবাদিক নিজে বিশ্বাস করতে পারেননি, মেসি সেটি পরবেন৷ নাইজেরিয়া ম্যাচে দুর্দান্ত গোল করা, রোহোর নাটকীয় গোলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পর মিক্সড জোনে ওই সাংবাদিক জানতে চান, মেসি লাল ফিতেটা কি সঙ্গে রেখেছিলেন? মেসি তখন দেখান, লাল সেই ফিতে বাঁধা আছে পায়ে!
চুমুর হিড়িক
‘ফ্রম রাশিয়া উইথ লাভ’....না জেমস বন্ড ছিলেন না৷ তবে বন্ডের অতি রোম্যান্টিক সত্তা বেশ ঘুরঘুর করছিল এবারের রাশিয়ায়৷ চুমুর রোগে পেয়ে বসেছিল যেন অনেককে৷ অন্তত তিনজন নারী সাংবাদিক লাইভে থাকার সময় চুমু-বিড়ম্বনার শিকার হন৷ সেই সময় জিওন জিওয়াং রিওল নামের দক্ষিণ কোরিয়ান সাংবাদিককে লাইভে চুমু খেয়ে বসেন এক নারী সমর্থক! পুরুষ সংবাদকর্মীরাও বাদ যাবেন কেন!
অভিনেতা মারাদোনা
মাঠে নেতা হিসেবে তিনি ছিলেন দুর্দান্ত৷ খেলা ছাড়ার পরও আর্জেন্টিনা দলটার ছায়াসঙ্গী হয়ে আছেন নেতার মতোই৷ এবারও গ্যালারিতে সীমাহীন আবেগ ছড়িয়ে আলোচনায় এসেছেন দিয়েগো মারাদোনা৷ তিনি এই হাসেন তো এই কাঁদেন৷ কখনো উত্তেজনায় শিশুদের মতো লম্ফঝম্প করেন, কখনো মেসিদের পারফরম্যান্স প্রত্যাশামতো না হলে ভীষণ বিরক্ত হন৷ নাইজেরিয়া ম্যাচের দিন মেসির গোলের পর তো উত্তেজনায় প্রায় রেলিং ভেঙে লাফিয়েই পড়তে বসেছিলেন৷ কোনোমতে তাঁকে ধরে রেখেছিলেন নিরাপত্তাকর্মীরা৷
বিশ্বকাপেও রাজনীতি
‘খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাবেন না’ তত্ত্ব খাটেনি রাশিয়া বিশ্বকাপে৷ বিশ্বকাপ শুরুর আগেই ব্রিটেন ও রাশিয়ার সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়৷ কূটনৈতিকভাবে রাশিয়া বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় ইংল্যান্ড৷ ব্রিটেনের রাজপরিবারের কোনো সদস্য বা মন্ত্রী-সাংসদদের কেউ রাশিয়া যাবেন না বলে ঘোষণা করা হয়৷ অবশ্য ইংল্যান্ড ফাইনালে উঠে গেলে এই প্রতিজ্ঞায় তারা অটল থাকতে পারত কি না, তা নিশ্চিত নয়৷
নেইমারের গড়াগড়ি
নেইমার ছেলেটা তো বেশ পড়ুয়া৷ শুধু পড়ে আর পড়ে! ব্রাজিল তারকাকে নিয়ে এভাবেই সামাজিক মাধ্যমে ট্রল হয়েছে এবার৷ বানানো হয়েছে মিমের পর মিম৷
রেকর্ড, রেকর্ড, রেকর্ড
রেকর্ডের পসরা বসেছিল এবারের বিশ্বকাপে৷ ফাইনাল পর্যন্ত ১৬ পেনাল্টি থেকে গোল হয়েছে মো ২০টি৷ এক বিশ্বকাপে এর আগে পেনাল্টি থেকে সর্বোচ্চ ১৭টি গোল হয়েছিল ১৯৯৮ সালে৷ গোলের সংখ্যাটি আরও বাড়তো৷ কিন্তু প্রথমে মেসি, এরপর ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সবশেষে লুকা মদ্রিচের মতো তারকারা এবার পেনাল্টি মিস করেছেন৷ ফাইনাল পর্যন্ত ১৬৭ গোলের ৭২টিরই উৎস যে সেট পিস৷ এটিও নতুন রেকর্ড৷
ম্যাচের শেষ পাঁচ মিনিটে এবার ২৯টি গোল হয়েছে, যার ১৯টিই আবার ইনজুরি টাইমে৷ আগের রেকর্ডটি ১৯৯৮ বিশ্বকাপের, ফ্রান্স বিশ্বকাপে শেষ পাঁচ মিনিটে গোল হয়েছিল ২৪টি৷ এবার ১৭টি ম্যাচের ফল নির্ধারিত হয়েছে শেষ মুহূর্তের গোলে৷ এবারের আগে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল দেখেছিল ১৯৯৮ বিশ্বকাপে৷ এবার সংখ্যাটা কিনা ১২!
বৃষ্টিতে ভিজল বিশ্বকাপ
বিশ্বকাপের স্বপ্নের শিরোপা জয়ের পর ফ্রান্সের বিজয়োৎসব শুরু হয় পুরো স্টেডিয়ামজুড়েই। ফরাসিদের এমন আনন্দের দিনে ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের কান্নার সঙ্গে যেন অংশ নিলো প্রকৃতি। শুরু হলো তুমুল বৃষ্টি।
এসময় খেলোয়াড়দের সাথে ভিজেছেন অতিথিরাও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাতার নিচে থাকলেও বৃষ্টিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আর ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার- কিতারোভিচ রসায়নও ছিল দেখার মতো। তারা দুজনই একসঙ্গে বৃষ্টিতে ভিজেছেন। বৃষ্টির পানিতে এর আগে কোনো ট্রফি ভিজেছিল কিনা সে আলোচনায় নাই গেলাম। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment