তিনি নগরের বাকলিয়া থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে আজ বিকেলে ওই বাড়ির মালিকের ছেলে ও এসআই সাইফের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা করেছে র্যাব-৭ চট্টগ্রামের উপসহকারী পরিচালক নাজমুল হুদা। এতে গ্রেপ্তার নাজিম ও পলাতক এসআই সাইফকে আসামি করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন একুশে মিডিয়াকে জানান, এসআই খন্দকার সাইফ উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তিন সদস্যও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়ার তুলাতলী হাফেজ নগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়িতে সোমবার রাতে অভিযান চালায় র্যাব। ওই বাড়ির নিচ তলার একটি বাসা ভাড়া নিয়েছিলেন বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফ উদ্দিন। বাসাটি থেকে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ বাড়ির মালিকের ছেলে মিল্লাতকে গ্রেপ্তার করে র্যাব।
এসআই সাইফ উদ্দিনের পরিবারের সদস্যরা বাসাটিতে না থাকলেও ইয়াবা ব্যবসার জন্য বাসাটি ভাড়া নিয়েছিলেন বলে জানা যায়। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment