মালয়েশিয়ায় ৫৪ বাংলাদেশিসহ ১৩৯ জন আটক!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 24 July 2018

মালয়েশিয়ায় ৫৪ বাংলাদেশিসহ ১৩৯ জন আটক!-একুশে মিডিয়া

কুয়ালালামপুরে অবৈধ অভিবাসী সন্দেহে ১৩৯ জনকে আটক করা হয়। ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, প্রবাসী রিপোর্ট:
অবৈধ অভিবাসী সন্দেহে মালয়েশিয়ায় ৫৪ জন বাংলাদেশিসহ ১৩৯ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আজ মঙ্গলবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের মারা ডিজিটাল মল ও তার আশপাশের এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটকদের মধ্যে বাংলাদেশের ছাড়াও আছেন ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিক।
কতজন অবৈধ অভিবাসী রয়েছেন এ বিষয়ে ইমিগ্রেশনের কাছে সঠিক হিসাব না থাকলেও তাঁদের ধারণা ইন্দোনেশিয়ার পরে বেশি অবৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছে মালয়েশিয়ায়।
অভিযান শেষে দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক মোস্তফা আলী স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আগামী ৩১ আগস্টের মধ্যে সকল অবৈধ শ্রমিককে থ্রি-প্লাস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ দেশে ফিরত যেতে হবে। ৩১ আগস্টের পরে কোনো অবৈধ শ্রমিককে মালয়েশিয়া থাকতে দেয়া হবে না। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages