চট্টগ্রামে জুতার ব্যবসার আড়ালে চোরাই মোবাইল ব্যবসা!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 16 July 2018

চট্টগ্রামে জুতার ব্যবসার আড়ালে চোরাই মোবাইল ব্যবসা!-একুশে মিডিয়া

.
একুশে মিডিয়া, চট্টগ্রাম ১৩ জুলাই ২০১৮ ইং রিপোর্ট:
চট্টগ্রাম মহানগরীতে বেশ কয়েকটি চোরাই অ্যানড্রয়েড মোবাইলসহ জুতার দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল পৌণে ৮টার দিকে নগরীর কোতোয়ালি থানা বানিয়াটিলা নুর হোসেনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে স্টেশন রোডের নিজাম হোটেলের সামনে তার জুতার দোকান থেকে আরো কিছু চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া জুতার দোকানের মালিক মো. সুমন কুমিল্লা জেলার চান্দিনা মোল্লাবাড়ি এলাকার হাফিজ উল্লাহর ছেলে বলে জানা গেছে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ জানান, গোপন সূত্রে খবর পায় রেয়াজউদ্দিন বাজারের বানিয়াটিলায় নুর হোসেন জমিদারের ভাড়াটিয়া সুমনের রুমে চোরাই মোবাইল বিকিকিনির উদ্দ্যেশে একটি গ্রুপ অবস্থান করছে। তথ্যমতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ১৬টি অ্যান্ড্রয়েড সেটসহ বেশ কিছু মালামালের বৈধ কোন কাগজ দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানিয়েছে গ্রেফতার সুমন রেয়াজউদ্দিন বাজারে জুতার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইলের ব্যবসা করে আসছে। একটি হারানো মোবাইলের অভিযোগের সূত্র ধরেই সোমবার সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন নগরীর ছিনতাইকারী ও মোবাইল চোরদের কাছ থেকে কম দামে মোবাইল সেটগুলো ক্রয় করে বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করেন।
এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিয়মিত আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানিছেন ওসি মহসিন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages