ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইতে পর্দা উঠবে এশিয়া কাপের। ১৩ দিনের এ টুর্নামেন্ট শেষ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। এবারের আসরের এশিয়া কাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ হয়েছে।
আসরটি ভারতে আয়োজনের কথা থাকলেও আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর।
চলুন এক নজরে দেখে নেই এশিয়া কাপের সূচি:
গ্রুপ পর্বের সূচী:
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা, দুবাই
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলংকা বনাম আফগানিস্তান, আবুধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলংকা বনাম আফগানিস্তান, আবুধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি
সুপার ফোরের সূচি:
২১ সেপ্টেম্বর- গ্রুপ 'এ' বিজয়ী বনাম গ্রুপ 'বি' রানার্স আপ
২১ সেপ্টেম্বর- গ্রুপ 'বি' বিজয়ী বনাম গ্রুপ 'এ' রানার্স আপ
২৩ সেপ্টেম্বর- গ্রুপ 'এ' রানার্স আপ বনাম গ্রুপ 'বি' রানার্স আপ
২৩ সেপ্টেম্বর- গ্রুপ 'এ' বিজয়ী বনাম গ্রুপ 'বি' বিজয়ী
২৫ সেপ্টম্বর– গ্রুপ 'এ' বিজয়ী বনাম গ্রুপ 'এ' রানার্স আপ
২৬ সেপ্টেম্বর- গ্রুপ 'বি' বিজয়ী বনাম গ্রুপ 'বি' রানার্স আপ
২১ সেপ্টেম্বর- গ্রুপ 'বি' বিজয়ী বনাম গ্রুপ 'এ' রানার্স আপ
২৩ সেপ্টেম্বর- গ্রুপ 'এ' রানার্স আপ বনাম গ্রুপ 'বি' রানার্স আপ
২৩ সেপ্টেম্বর- গ্রুপ 'এ' বিজয়ী বনাম গ্রুপ 'বি' বিজয়ী
২৫ সেপ্টম্বর– গ্রুপ 'এ' বিজয়ী বনাম গ্রুপ 'এ' রানার্স আপ
২৬ সেপ্টেম্বর- গ্রুপ 'বি' বিজয়ী বনাম গ্রুপ 'বি' রানার্স আপ
ছয় দলের এই টুর্নামেন্টের পাঁচ দল এরই মধ্যে নিশ্চিত হয়েছে গেছে। তারা হল- বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান ও পাকিস্তান। ষষ্ঠ দলটি নির্ধারিত হবে মূল আসর শুরুর আগে হওয়া বাছাইপর্ব থেকে।
দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ছয় দল।
একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment