খাগড়াছড়িতে গভীর জঙ্গলে স্কুলছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 29 July 2018

খাগড়াছড়িতে গভীর জঙ্গলে স্কুলছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার!-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, খাগড়াছড়ি রিপোর্ট:
স্কুল থেকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আশেপাশে খোঁজ নিতে শুরু করলে অবশেষে রাতে দুর্গম পাহাড়ের গভীর জঙ্গল থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার নয়মাইল এলাকার পাহাড়ি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এমনি ঘটনা ঘটেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকায়। নিহত ওই স্কুলছাত্রী পুনাতি ত্রিপুরা এলাকায় প্রয়াত নরোত্তম ত্রিপুরার মেয়ে। সে নয়মাইল ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নয়মাইল এলাকায় সড়ক অবরোধ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২৮ জুলাই) স্কুল শেষে সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশেপাশে তার খোঁজ করতে শুরু করে। এক পর্যায়ে জঙ্গলাকীর্ণ পাহাড়ের খাদে পুনাতির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা জানান, নিহত মেয়েটির বাবা নরোত্তম ত্রিপুরা কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। পুনাতিকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।
খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান বলেন, মেয়েটির মরদেহ ময়নাতদন্তের জন্য রবিবার (২৯ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে। একুশে মিডিয়া।””

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages