মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 23 July 2018

মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী,
গঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র। ২৪ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর শুক্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৬, ১৫, ২৪। আপনার শুভ বর্ণ: সাদা ও কমলা। শুভ গ্রহ ও বার: রবি ও শুক্র। শুভ রত্ন: রুবী ও হীরা।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে, বিকাল ৫: ৫৬ থেকে ধনু রাশিতে অবস্থান করবে। ১২শী তিথি, রাত: ৭:৫৩ থেকে ১৩শী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল):
 মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে ঋণ সংক্রান্ত ঝামেলায় পড়তে পারেন। কোন কারণে আর্থিক সঙ্কট দেখা দেবে। পুলিশ প্রশাসনে কর্মরতদের দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে। চিকিৎসা ব্যয় বারতে পারে। বিকালের দিকে বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। ধর্মীয় কোনো কাজে অংশ নিতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): 
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। নতুন কোনো বিনিয়োগ করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে কিছু ঝামেলা হবার সম্ভাবনা। বিকালের দিকে কিছু পুলিশী হাঙ্গামার সম্মূখীন হতে হবে। আইনগত জটিলতা থেকে সাবধান হতে হবে। ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): 
আজ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। সকালের দিকে কর্মস্থলে কিছু ঝামেলা দেখা দেবে অধীনস্ত কর্মচারীর সাথে দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে। আজ পেটের পীড়ায় ভুগতে পারেন। বিকালের পর বিবাহ সংক্রান্ত কোনো আলোচনায় বাধা বিপত্তি দেখা দেবে। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধিতে লাভবান হবেন।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): 
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সৃজনশীল কাজ কর্মে ব্যস্ত হতে পারেন। বিদ্যার্থীরা কোনো পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন। রোমান্টিক বিষয়ে কিছু ঝামেলা দেখা দেবে। বিকালের পর প্রেম ও রোমান্সে ঝামেলা হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলতে পারেন।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): 
আজ সিংহ রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। যানবাহন ক্রয় বিক্রয়ে কিছু ঝামেলা হবে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। বিকালের পর রোমান্টিক বিষয়ে লাভবান হবেন। সন্তানের সাথে আজ বাহিরে কোথাও খেতে যেতে পারেন। সাহিত্যিকদের দিনটি ভালো যাবে। শিল্পীদের দিনটি ভালো যাবে। 

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): 
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। গার্মেন্টসে কর্মরতদের দিনটি শুভ সম্ভাবনাময়। মুদ্রণ শিল্পীদের ও সাহিত্যিকদের আয় রোজগার বাড়তে থাকবে। বিকালে কোনো আত্মীয়র সাথে দেখা হতে পারে। প্রত্যাশা পূরণের যোগ বলবান। ভূমি সংক্রান্ত কোনো বিষয়ের সুরহা হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): 
তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। বকেয়া বিল আদায় হওয়াতে ব্যবসায়ীক অবস্থার উন্নতি হতে পারে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় আয় রোজগার বাড়তে পারে। বিকাল থেকে সময় ভালো হয়ে যাবে। কোনো ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ও অলঙ্কার লাভের যোগ প্রবল।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): 
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি তুলনামূলক শুভ। মানসিক কিছু অস্থিরতায় ভুগতে পারেন। আজ অতীতের স্মৃতিচারণে আনন্দ পাবেন। চাকরীজীবীরা কর্মস্থলে কিছুটা বিরক্তিকর পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। বিকালের দিকে কিছু অর্থ আদায় হওয়াতে মানসিক অস্থিরতা কমে আসবে। বাড়ীতে কুটুম্বর আগমন হতে পারে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): 
ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ প্রবাসীদের দিনটি ভালো যাবে না। কাজে কর্মে অনেক বাধা বিপত্তি দেখা দেবে। আমদানি রপ্তাণী বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হতে পারে। দিনের শেষ ভাগে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মানসিক শক্তি ফিরে পাবেন। ব্যবসা ক্ষেত্রে কোনা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): 
মকর রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে কোনো বন্ধু বা বড় ভাই এর সাহায্য আশা করতে পারেন। ব্যবসায়ীক বকেয়া বিল আদায়ে বন্ধু সাহায্য করবে। বিকালের দিকে দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের দিনটি ভালো যাবে। বৈদেশীক ব্যবসা বাণিজ্যে কোনো সুফল পাওয়ার সম্ভাবনা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী): 
কুম্ভের জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো ক্ষুদ্র কারবার বা কর্ম করার জন্য দিনটি শুভ। বিকালের পর ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। বন্ধুর সাহায্য পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): 
মীনের জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আধ্যাত্মীক কোনো ব্যক্তির সাক্ষাৎ পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকের সাহায্য পেতে পারেন। বিকালের দিকে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে। রাজনৈতিক নেতাকর্মীরা কোনো সুযোগ পেতে পারেন।
একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages