একুশে মিডিযা, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন- সানজিদা বিনতে তানভির ও ইসরাক ওরফে মেহরাব।
শনিবার বিকেলে নিখোঁজের খবর পেয়ে তাদের উদ্ধার অভিযান শুরু করে আশুগঞ্জ দমকল বাহিনীর ডুবুরিরা। কিন্তু বৃষ্টির জন্য উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি বাইন হীরা বলেন, এদিন বিকেলে নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ভৈরবে আসেন। ভৈরব থেকে একটি নৌকা ভাড়া করে তারা আশুগঞ্জের সোনারামপুর চরে বেড়াতে যান। সেখানে তারা গোসল করতে নামেন। এসময় সানজিদা ও ইসরাক পানিতে তলিয়ে যান।
তিনি বলেন, খবর পেয়ে আশুগঞ্জ দমকল বাহিনীর ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করে। কিন্তু বৃষ্টির কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। উদ্ধার অভিযানে অংশ নিতে ইতোমধ্যে ময়মনসিংহ দমকল বাহিনীর একটি ইউনিট রওনা হয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment