পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে আসছে ওয়েস্ট ইন্ডিজ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 25 July 2018

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে আসছে ওয়েস্ট ইন্ডিজ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
এক বছরে দু’বার মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে এই সিরিজটা দুই দলের জন্যই নিজেদের পরখ করার বড় সুযোগ।
চলতি বছরের নভেম্বরেই বাংলাদেশ সফরে আসছে ক্যারিবিয়রা। নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নভেম্বরের ১৫ তারিখে ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। এরপরই আবার রওয়ানা করবে চট্টগ্রামের উদ্দেশ্যে।
১৮ নভেম্বর থেকে এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে খেলবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
২২ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায় ৩০ নেভেম্বর।
টেস্ট সিরিজ শেষে ৯ ডিসেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে একদিনের প্রস্তুতি ম্যাচ।
১১ ডিসেম্বর শের ই বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। এরপর ১৪ ও ১৭ ডিসেম্বর দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।
১৭ ডিসেম্বর সিলেটেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ২০ ও ২২ ডিসেম্বর শেষ দুই ম্যাচ হবে শের ই বাংলা স্টেডিয়ামে।
২৩ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages