৯৯৯ নম্বরের কল্যাণে প্রানে রক্ষা পেল নৌকা ডুবিতে এক শিশুসহ ৭ যাত্রী-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 10 July 2018

৯৯৯ নম্বরের কল্যাণে প্রানে রক্ষা পেল নৌকা ডুবিতে এক শিশুসহ ৭ যাত্রী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া:
৯৯৯ নম্বরের কল্যানে প্রানের রক্ষা পেল পদ্মা নদীতে নৌকা ডুবিতে এক শিশুসহ ৭ যাত্রী। মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটের অদুরে পদ্মা নদীতে গতকাল নৌকা ডুবির ঘটনায় কোন এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করলে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় প্রানে রক্ষা পায় যাত্রীরা। এ ঘটনায় ৫ মাসের শিশু কন্যা অলৌকিক ভাবে রক্ষা পায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে তাদের দুটি ইউনিটরে কর্মীরা ঘটনাস্থলের প্রায় দু’কিলোমিটার ভাটিতে উত্তাল পদ্মার বুক থেকে নারী-শিশুসহ ৭ জনকে উদ্ধার করে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল বিকেলে হরিরামপুরের ধুলসুড়া থেকে পাবনার বেড়ার উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে পাটুরিয়া ফেরি ঘাটের অদূরে ইঞ্জিন চালিত নৌকা পদ্মার প্রবল ঢেউয়ে ডুবে যায়। নৌকা আরোহী ৫ মাসের শিশু কন্যা ফাতেমা, বোন সুর্মি (৮), উর্মি (১০), পিতা ওমর আলী, মাতা চম্পা বেগম, আতœীয় হিরা (২৫) ও মাঝি লাল চাঁদ মিয়া (৫৫) নদীতে ভাসতে থাকে। খবর পেয়ে পাটুরিয়া ঘাটে অবস্থানরত দমকল বাহিনীর ধলেশ্বরী নামক জাহাজের সদস্যরা এদের উদ্ধার করে চিকিৎসা দেয়। তবে নৌকা উদ্ধার হয়নি। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages