একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন সন্তুষ্ট। ব্রিটেন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বললেন ঢাকা সফররত ব্রিটিশ এমপি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী।
তিনি সোমবার (২৩ জুলাই) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করে এসব কথা বলেন।
রুশনারা বলেন, ব্রিটিশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। আর ব্রিটেনে বাংলাদেশে তৈরি অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্রিটেনের ঘনিষ্ট বন্ধুরাষ্ট্র। রপ্তানিতে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাজার ব্রিটেন। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্রিটেনকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের দেয়া সুবিধার আওতায় বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে। ব্রিটেনে পর্যায়ক্রমে বাংলাদেশের রপ্তানি বাড়ছে।
তিনি আশা প্রকাশ করেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পর বাংলাদেশের সাথে বাণিজ্য আরও বাড়বে। বিডা’র নির্বাহী চেয়ারম্যান বর্তমান অনুকূল পরিবেশে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার বিষয়ে ব্রিটিশ এমপি’র দৃষ্টি আর্কষণ করেন।
বাংলাদেশ গত এক দশকে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সে সম্পর্কে বিশ্ববাসী অবহিত নয় উল্লেখ করে তিনি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে বিশ্ববাসীকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment