মাদক কেনাবেচার সময় পুলিশ-শিক্ষকসহ ৭ গ্রেপ্তার!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 July 2018

মাদক কেনাবেচার সময় পুলিশ-শিক্ষকসহ ৭ গ্রেপ্তার!-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, গাইবান্ধা ১৬ জুলাই ০১.০২.১৯ রিপোর্ট:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক কেনাবেচার সময় পুলিশ কনস্টেবল, প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার উপজেলার রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামের ছাগলকাটি মৎস্য খামার এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক কেনাবেচার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান।
তিনি বলেন, লালমনিরহাট জেলার আদিতমারী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ও রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামের আশেক আলীর ছেলে সুমন মিয়াকে আদিতমারী থানা পুলিশের কাছে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য হস্তান্তর করা হয়।
--------------------------------------------------------
তিনি আরও বলেন, এসময় ভবানীপুরের আব্দুল কাদেরের ছেলে এনামুল হক রিজু, সুর্বণদহ গ্রামের আমির উদ্দিনের ছেলে আনিছুর রহমান, মোসলেম আলীর ছেলে আব্দুর রহিম, ঘগোয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পৌর সভার মুক্তিযোদ্ধা গাওছল রহমানের ছেলে বেলাল উদ্দিন, হাইস্কুল শিক্ষক ও ভবানীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মশিউর রহমান এবং ভবানীপুর গ্রামের আকবার আলীর ছেলে আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করা হয়।
তাদেরকে ভাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এসএম গোলাম কিবরিয়া প্রত্যেকে আট হাজার টাকা করে জরিমানা করেন বলেও জানান তিনি।
জানা গেছে, পুলিশ কনস্টেবল সুমন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী থানায় কর্মরত হলেও প্রতিদিন তিনি বাড়ি এসে এলাকায় মাদক ব্যবসা চালাতেন। তিনি এই ব্যবসা দীর্ঘদিন ধরে করে আসছেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages