|
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট: |
ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। এসব সিনেমার মধ্যে রয়েছে মাতাল, ক্যাপ্টেন খান, বেপরোয়া, ডনগিরি। এবার ঈদ-উল-আজহায় মুক্তির তালিকায় যোগ হলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’।
বহুল আলোচিত এই ছবিতে জুটি হয়েছেন ‘পোড়ামন’ খ্যাত সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ‘জান্নাত’ ছবিতে মাজারের খাদেমের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি। তাকে ধার্মিক চরিত্রে দেখা যাবে। আর সেখানে খাদেমের মুরিদের চরিত্র রূপদান করেছেন সাইমন।
সিনেমাটির অন্যান্য চরিত্রে আছেন গুণী অভিনেতা আলীরাজ, মিশা সওদাগর ও শিমুল খান। কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান।
সাইমন ও মাহি প্রথম অভিনয় করেন ‘পোড়ামন’ ছবিতে। ২০১৩ সালের ১৪ জুন মুক্তি পাওয়া ছবিটি ব্যবসা সফল হয়। পরিচালনা করেন জাকির হোসেন রাজু।
‘জান্নাত’-এর মাধ্যমে ৫ বছর পর আবারও জুটি হয়ে বড় পর্দায় আসছেন সাইমন-মাহি। আর ঈদে ছবিটি মুক্তি পেলে দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন বলে আশা নির্মাতার। এছাড়াও একই নির্মাতার নতুন ছবি ‘আনন্দ অশ্রু’তেও জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন-মাহি। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment