একুশে মিডিয়া, ময়মনসিংহ রিপোর্ট:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ভাত চাওয়াকে কেন্দ্র করে সৎ মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। তার নাম রইছ উদ্দিন (৩৫)। এ ঘটনায় সৎ ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত সৎ মায়ের নাম রিতা আক্তার ওরফে শুক্কুরি বেগম (৪২)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের দ্বীপ পাগলা গ্রামে এ ঘটনা ঘটে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, আজ সোমবার সকালে রইছ তার সৎ মার কাছে ভাত খেতে চান। এ সময় মা খেতে না দিয়ে কামাই রোজগার না করার গালাগাল করেন। ক্ষিপ্ত হয়ে রইছ দা দিয়ে মায়ের গলায় কোপ বসিয়ে দেয়।
এতে ঘটনাস্থলেই শুক্কুরি বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ছেলে রইছ উদ্দিনকে আটক করেছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment