একুশে মিডিয়া, কুমিল্লা রিপোর্ট:
রাজধানী ঢাকা থেকে কুমিল্লার তিতাসের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ হোসেন সরকারকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুর দুইটার দিকে ঢাকার ধানমন্ডি লালমাটিয়া এলাকার ২৭ নম্বর রোডের ৩০ নম্বর বাসার সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পারভেজ হোসেনের মামা কামরুল হোসেন বলেন, পাশের বিল্ডিংয়ের সিসি ক্যামেরায় দেখা গেছে পারভেজ মসজিদ থেকে বের হয়ে তার বাসার দিকে যাচ্ছিলেন। তিনি বাসার সামনে আসার পর একজন তার সঙ্গে করমর্দন করেন। এসময় আরেকজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তার সঙ্গে জোরাজুরি শুরু করেন তারা। এসময় একটি কালো রঙের পাজেরো জিপ (ঢাকা-মেট্রো-ঘ-১৪-২৫৭৭) এবং একাধিক মোটরসাইকেলে কয়েকজন লোক এসে তাকে গাড়িতে তুলে নেয়।
পারভেজ হোসেনের স্ত্রী তাহমিনা আফরোজ মৌসুমী বলেন, জুম্মার নামাজ পড়তে পারভেজ কালো পাঞ্জাবি ও সাদা পায়জামা পরে বের হয়। কিন্তু নামাজের পর নিচে লোকজনদের হট্টগোল দেখতে গিয়ে জানতে পারি তাকে লোকজন উঠিয়ে নিয়ে গেছে।
মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান- ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যারা তাকে তুলে নিয়ে গেছে তাদের কাছে ওয়্যারলেস আর অস্ত্র ছিল। তবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।’
উল্লেখ্য, পারভেজ হোসেন সরকার গত আট বছর ধরে ধানমন্ডি ২৭ নম্বর রোডের রেজিনা ভবনের পঞ্চম তলার ভাড়া বাসায় দুই ছেলে ও স্ত্রী নিয়ে বসবাস করে করছেন। তার বড় ছেলে আবদুল্লাহ (৭) এবং ছোট ছেলে আরহাম (৩)। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment