ছবি: ইন্টারনেট
একুশে মিডিয়া, রাশিয়া বিশ্বকাপ, ১৮ জুলাই ২০১৮ ইং এএম রিপোর্ট:
রাশিয়া বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুল মেক্রোর সঙ্গে ক্রোয়েশিয়ার নারী প্রেসিডেন্ট গ্রাবার কিতরোভিচের আচরণকে নানা দৃষ্টিকোণ থেকে দেখছে সারা বিশ্ববাসী। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
বিশ্বকাপ ফাইনালের মাঠে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কিতরোভিচের বিশেষ দৃশ্য আপলোড দিয়ে লুগিও রিবা নামের এক অনলাইন এক্টিভিস্ট লেখেন, ‘আন্টি শান্ত হোন, এখানে কিন্তু ৫ সহস্রাধিক ক্যামেরা আছে।’
অনেকে লেখেছেন, কিউট কাপল বা সুখী দম্পতি। কেউ কেউ আবার ফ্রান্স-ক্রোয়েশিয়ার বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হওয়ার সম্ভাবনা দেখছেন এই দুই প্রেসিডেন্টের রসায়ন দেখে।
ডেইলি মেইল লিখেছে, দুই প্রেসিডেন্টের এমন রসায়নে ম্যাক্রোর ৬৫ বছর বয়সী স্ত্রী ব্রিজিত্যি ক্ষুব্ধ হয়েছেন। যদিও তিনি তার রাগের বিষয়টি প্রকাশ করেননি কারো কাছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment