ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
শাকিব খানের ‘নোলক’ ছবিটি নিয়ে বেশ অনেক দিন ধরেই চলছে নানা আলোচনা। গেল ডিসেম্বর মাসে ছবিটির শুটিং শুরু হয়। প্রায় শেষের পথে এখন ছবির কাজ। কিন্তু হুট করেই পরিবর্তন হলো ছবির নির্মাতা।
নির্মাতা পরিবর্তন নিয়ে শাকিব খান বলেন, ‘ইতোমধ্যে নোলক ছবির বেশিরভাগ কাজ শেষ। অল্প কিছু কাজ বাকি আছে। কিন্তু এরমধ্যেই পরিচালক পরিবর্তন করে অন্য পরিচালককে নেওয়া কতটা ঠিক হয়েছে। আর রাশেদ রাহা নতুন একটা ছেলে, বয়সেও তরুণ। প্রযোজক পরিচালক পরিবর্তন করতেই পারেন। তবে এক্ষেত্রে রাশেদ রাহার কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল।’
ইফতেখার চৌধুরী কে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘ইফতেখার চৌধুরী বয়সে রাহার চেয়ে অনেক বড়। কাজের ক্ষেত্রেও সিনিয়র। তাই এ সময়ে এসে হঠাৎ এমন কাণ্ড করা কারও ঠিক হয়নি। এখন নোলক ছবি প্রশ্নবিদ্ধ হবে।’
প্রসঙ্গত, সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রাশেদ রাহা। এ সিনেমার মাধ্যমেই বড়পর্দায় তার অভিষেক। ইতোমধ্যে রাশেদ রাহা সিনেমাটির ৮০ ভাগ কাজ শেষ করেছেন। গতকাল থেকে সিনেমার বাকি অংশের শুটিং কলকাতায় শুরু করেছেন পরিচালক ইফতেখার চৌধুরী। এ বিষয়ে নবাগত নির্মাতা রাশেদ রাহাকে কিছুই জানানো হয়নি। এমন অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তরুণ নির্মাতা রাশেদ রাহা। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment