ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, গাইবান্ধা রিপোর্ট:
তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিলো তাদের। এরই এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সজিব। পরে ওই ছাত্রী সজিবকে বিয়ের জন্য চাপ দিলে পালিয়ে যান তিনি।
শেষে বিয়ের দাবিতে ওই কলেছাত্রী প্রেমিক সজিবের বাড়িতে অবস্থান নিয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এ ঘটনা ঘটেছে।
গ্রামের মাতব্বররা বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে মঙ্গলবার (২৪ জুলাই) প্রেমিক সজিবসহ তার পরিবারের সদস্যদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে ভুক্তোভোগী কলেজছাত্রী। মামলা দায়েরের পর পরই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন প্রেমিক সজিবের মা শিল্পী বেগম, একই গ্রামের সোলায়মানের ছেলে মুক্তার হোসেন ও ফয়েজ উদ্দিনের ছেলে রিজু মিয়া।
ওই ছাত্রী অভিযোগ করে বলেন, গজিয়াপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে সজিব ও তিনি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। তাদের মধ্যে শারিরীক সম্পর্ক হয়েছে। কিন্তু সে বিয়ের জন্য চাপ দিলে পালিয়ে যায় সজিব। তাই তিনি মামলা করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment