একুশে মিডিয়া, আন্তর্জতিক রিপোর্ট:
ভিয়েতনামে ক্রান্তীয় ঝড় ‘সন টিংয়’র তাণ্ডবে নিহত হয়েছেন অন্তত ২০ জন। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৪ জন। এমন তথ্য নিশ্চিত করেছে দেশটির তল্লাশি ও উদ্ধার বিষয়ক জাতীয় কমিটি। খবর রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রান্তীয় ঝড়টি বৃহস্পতিবার সাগর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় উঠে আসার পর থেকেই সেখানে ভারি বৃষ্টিপাত শুরু হয়। আর এই টানা বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয়। যার কারণে ওই এলাকার পাঁচ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুধু বন্যা নয় দেশটির রাজধানী হ্যানয়েওতে ভূমিধসের ঘটনাও ঘটেছে।
দেশটির তল্লাশি ও উদ্ধার বিষয়ক কমিটি জানায়, বন্যায় দেশজুড়ে ৮২ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া ১৭ হাজার গবাদিপশু মারা গেছে।
শনিবার এক বিবৃতিতে দেশটির দুর্যোগ মোকাবিলা বিষয়ক স্টিয়ারিং কমিটি জানায়, আগামী কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছিল অন্তত সাতজন। নিহতদের মধ্যে অধিকাংশই বাড়ি ধসে প্রাণ হারিয়েছিলেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment