একুশে মিডিয়া, বরিশাল সিটি নির্বাচনী রিপোর্ট:
বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৮ জুলাই থেকে নগরজুড়ে বিজিবি মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি র্যাব, পুলিশ এবং স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে বিজিবির একাংশ টিম বরিশাল নগরীতে অবস্থান করছে।নির্বাচন কমিশনের এমন উদ্যোগকে আওয়ামী লীগ স্বাগত জানালেও বিএনপি হতাশা প্রকাশ করে ফের সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছে।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বিরামহীন প্রচার-প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী ও অনুসারীদের যেন ঘুম নেই। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচার-প্রচারণায় পুরো সিটিই এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। পাশাপাশি শঙ্কাও কাজ করছে প্রার্থী ও ভোটারদের মনে।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বিরামহীন প্রচার-প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী ও অনুসারীদের যেন ঘুম নেই। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচার-প্রচারণায় পুরো সিটিই এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। পাশাপাশি শঙ্কাও কাজ করছে প্রার্থী ও ভোটারদের মনে।
ইতিপূর্বে বরিশালে বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বুধবার রাতেও পুলিশ তার ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন তিনি।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিসিসি নির্বাচনে দলের প্রধান সমন্বয়কারী মির্জা আব্বাস বলেন, বরিশাল সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বুধবার রাত থেকে ভোটের মাঠে ত্রাসের রাজত্ব তৈরি করছে। বরিশালে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ উধাও হয়ে গেছে। মাটি কামড়ে হলেও বিএনপি নেতাকর্মীরা শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলে ঘোষণা দেন মির্জা আব্বাস। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment