একুশে মিডিয়া, রাঙামাটি রিপোর্ট: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার সকাল আটটা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।
ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ আনসারের পাশাপশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপর থেকে এই উপজেলায় চেয়ারম্যানের পদটি শুন্য হয়।
নির্বাচনে বিএনপি-আওয়ামী লীগের কোনও প্রার্থী না থাকলেও স্থানীয় আঞ্চলিক দলের সমর্থন নিয়ে একজন নারীসহ ৩ জন সতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, প্রণতি রঞ্জন খীসা, প্রগতি চাকমা, ও কল্পনা চাকমা।
নানিয়ারচর উপজেলায় মোট ৩২ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছেন। উপজেলার চারটি ইউনিয়নের ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। একুশে মিডিয়া।”
The digital newsportal is aiming at engaging and involving more and more Bengali speaking people all over the world by publishing news using multimedia platforms. Beside written news, plenty of audio and visual contents are available in the portal to ensure entertainment at its best. Plenty of multimedia facilitated news are added here in a view to connecting more and more people and thus become a highly accessed news portal of the country ekusheymedia.com
No comments:
Post a Comment