একুশে মিডিয়া, জামালপুর রিপোর্ট:
জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার ঐতিহ্যবাহী আলহাজ জুট মিলের বকেয়া বেতন পরিশোধসহ শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) সারাদিন দফায় দফায় শ্রমিকরা বিক্ষোভ করে। সকালে জুট মিল থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা প্রশাসনের সঙ্গে দেখা করেন এবং ৪০ দিনের বকেয়া বেতন পরিশোধসহ শ্রমিক ছাঁটাই বন্ধের দাবির বিষয় তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার শ্রমিকদের আন্দোলনের বিষয়ে অবহিত হয়ে আলহাজ জুটমিলের মালিকপক্ষের কাছে ফোনে যোগাযোগ করেন। সে সময় মিলের কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে আগামী ১৫ জুলাই আলোচনার আশ্বাস দেন। পরে প্রশাসনিক ভবনের পাশে সিবিএ অফিসের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সিবিএ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, সিবিএর ভারপ্রপ্ত সভাপতি জুলহাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফততু, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় শ্রমিকদের সঙ্গে মিলের কাছে বকেয়া পাওনাদার পাট ব্যবসায়ীরা বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন। শ্রমিকরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাট ব্যবসায়ী এনামুল হক অভিযোগ করে বলেন, এ মিলের কাছে তার নিজেরই দেড় কোটি টাকা পাওনা রয়েছে। ঠিক এমনি ত্রিশজন পাট ব্যবসায়ী এই মিলে বিনিয়োগ করে বছরের পর বছর টাকা না পেয়ে পথে বসার উপক্রম হয়েছে। এ ব্যাপারে বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ কোন সুরাহা দিচ্ছে না।
সিবিএ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদসহ শ্রমিকরা জানায়, শ্রমিকদের পাক্ষিক বেতন বকেয়া থাকলেও কর্তৃপক্ষ দিচ্ছে না। এছাড়া শ্রম আইন ২০১৩-এর আওতায় বকেয়া পরিশোধ, বদলী চাকরি স্থায়ীকরণ, মজুরি বৈষম্য দূর, আহত ও মাতৃত্ব ভাতা প্রদানসহ শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে আমাদের এ কর্মসূচি। অথচ শ্রমিকরা নিয়মিত কাজে যোগদান করলেও কর্তৃপক্ষ কোন দাবি আমলে নিচ্ছে না। এমনকি গোপনে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। কেন কি কারণে ছাঁটাই করা হচ্ছে, কাকে করা হচ্ছে তাও কাউকে জানানো হচ্ছে না। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment