ছবিঃ প্রতীকী।
একুশে মিডিয়া, বরগুনা রিপোর্ট:
বরগুনার আমতলিতে বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশু সহ ৬ জন নিহত হয়েছে ও ৩ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে আমতলীর মানিকঝুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী ‘আল্লাহ ভরসা’ পরিবহনের একটি বাস আমতলীর মানিকঝুড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মহেন্দ্রর ৬ যাত্রী নিহত হন এবং আরো ৩ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি। একুশে মিডিয়া।”
বাকী অংশ আসছে......
No comments:
Post a Comment