একুশে মিডিয়া, রাশিয়া বিশ্বকাপ রিপোর্ট:
চমকের বিশ্বকাপে ফাইনালের মঞ্চেও চমক দেখলো সবাই। ফাইনালের মঞ্চে ১৮ মিনিটেই ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে যায় ফ্রান্স। ডি বক্সের বাইরে থেকে গ্রিজম্যানের ফ্রি কিকে মানজুকিচের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ক্রোয়েশিয়া।
২৮ মিনিটে পেরিসিচের বাম পায়ের অসাধারণ এক গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে সমতায় ফিরেও সেটা ধরে রাখতে পারলো না ক্রোয়েশিয়া। বক্সের মধ্যে হাতে বলা লাগিয়ে গতি থামান ইভান পেরিসিচ। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ফ্রান্স ফুটবলারদের আবেদনের প্রেক্ষিতে ভিএআরের মাধ্যমে পেনাল্টির নির্দেশ দেন।
স্পট কিক নিতে আসেন ফ্রান্স তারকা আন্তোনিও গ্রিজম্যান। খেলার এখন প্রথমার্ধ বিরতি। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে ফ্রান্স। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment